Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০২৪

এপিবিপিসি সম্পর্কে

এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি)

 

বাংলাদেশের অর্থনীতিতে কৃষি হচ্ছে একক বৃহত্তম উৎপাদনকারী একটি সেক্টর, কারণ জিডিপির প্রায় ২০% অবদান কৃষি খাতের এবং মোট শ্রমশক্তির প্রায় ৬৩% কৃষি সেক্টরে নিযুক্ত আছে। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, মানবসম্পদ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং রপ্তানি বহুমূখীকরণের মতো গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যে এই সেক্টরের কর্মক্ষমতা একটি অপ্রতিরোধ্য প্রভাব ফেলবে।

 

রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে, বাংলাদেশ সরকার বিভিন্ন কৃষি ও উদ্যানজাত পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণের চেষ্টা করছে। ফলস্বরুপ, দেশের কৃষি ও কৃষিজাতপণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে, ১৬ জুন ২০১১ তারিখে বাণিজ্য মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বে “এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি)” নামে একটি কাউন্সিল গঠন করেছে।

 

যোগাযোগ

 

এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি)

বাণিজ্য মন্ত্রণালয়

বনশিল্প ভবন (৯ম তলা)

৭৩ মতিঝিল, বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০

ফোন: +৮৮-০২-৯৫১৪৪৩৪-৩৫

ফ্যাক্স: +৮৮-০২-৪৭১১৮৬৬৯

ই-মেইল: apbpc11@gmail.com

ওয়েব: www.bbpc.gov.bd