Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০২৪

উদ্দেশ্য ও কার্যাবলী এফপিবিপিসি

 

ভিশন:

নিরাপদ ও মানসম্পন্ন মৎস্যপণ্য রপ্তানি নিশ্চিত কারার লক্ষ্যে গুনগত মানের মৎস্যপণ্য উৎপাদনে সহায়তা করা।

 

মিশন:

মৎস্যজাত পণ্যের উন্নয়ন, বর্তমান খাদ্য নিরাপত্তার সমস্যা সমাধানের মাধ্যমে গুণমান উন্নত করা এবং ভ্যালূ চেইন জুড়ে একটি ট্রেসেবিলিটি সিস্টেম তৈরি করে কমপ্লায়েন্স সংক্রান্ত সমস্যা সমাধান করা, দক্ষ ও অভিজ্ঞ মানবসম্পদ তৈরি করা এবং রপ্তানি বাজার সম্প্রসারণ ও বৈচিত্র্যকরণ।

 

কাউন্সিল গঠনের উদ্দেশ্য:

(ক) আমদানী ও রপ্তানী নীতি ও নির্দেশনা অনুযায়ী কাউন্সিল নিজে এবং এর সহযোগী  সেক্টর কাউন্সিল/ সংগঠনসমূহের মাধ্যমে বাণিজ্য বিষয়ক গবেষণা বা স্টাডি, পর্যবেক্ষন ও বিশ্লেষণ, পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় সাধন, পরিবীক্ষন (Monitoring) এবং মূল্যায়ন করা। রপ্তানী বহুমুখীকরনের (রপ্তানী পণ্য বাস্কেটে নতুন পণ্য সংযোজন ও বাজার বহুমুখীকরণ) মাধ্যমে  দেশীয় পণ্য প্রস্তুতকারী ও রপ্তানীমুখী প্রতিষ্ঠানসমূহ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগীতাপূর্ণ অবস্থান নিশ্চিতকরণ পূর্বক একক পণ্যনির্ভরশীলতা কমিয়ে জাতীয় রপ্তানী প্রবৃদ্ধি আনায়ন।;

(খ) উৎপাদন পর্যায়ে ক্ষুদ্র ও প্রান্তিক উৎপাদকদের উৎপাদিত পণ্যের বিপনন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ও জাতীয়/ আন্তর্জাতিক বাজার ব্যবস্থার সাথে সংযোগ স্থাপনের সমতাবিধানে সহায়তা প্রদান করা;

(গ) কোম্পানি আইনের ২৮ ধারায় গঠিত সেক্টর কাউন্সিল তথা সেবা/পণ্য ভিত্তিক বিজনেস প্রমোশন কাউন্সিল সমূহের নিয়ন্ত্রণকারী ও সমন্বয়কারী কর্তৃপক্ষ হিসেবে কার্যক্রম পরিচালনা করা ও বিদ্যমান কাউন্সিল সমূহ এবং ভবিষ্যতে গঠিতব্য কাউন্সিল সমূহের নিবন্ধন প্রদান করা;

(ঘ) রপ্তানি বাণিজ্য উন্নয়নের পাশাপাশি অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়নের (Domestic Business Development) সহায়ক প্রতিষ্ঠান হিসেবে মুখ্য ভূমিকা পালন করা এবং উৎপাদন ও বাজারজাত করণের সকল স্তরে নারীর অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির মাধ্যমে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা;

(ঙ) উৎপাদনশীলতা বৃদ্ধি ও রপ্তানিযোগ্য সেবা/পণ্যের বহুমুখীকরণের লক্ষ্যে সেবা ও পণ্যের সরবরাহ/যোগান সীমাবদ্ধতা চিহ্নিতকরণ ও দূরীভূতকরণের মাধ্যমে ব্যবসায় বাণিজ্যের সর্বস্তরে দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি করা এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে মানসম্মত পণ্য উৎপাদন, আন্তর্জাতিক মানদন্ড (Compliance Factors) অনুসরণ পূর্বক মোড়কজাতকরণ, বাজারজাতকরণের সুযোগ সৃষ্টিতে এবং বাজার বশ্লিষেণর্পূবক পণ্যরে প্রতযিোগতিামূলক মূল্য নর্ধিারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা;

 (চ) সেবা/পণ্যভিত্তিক সেক্টর কাউন্সিলের মাধ্যমে পণ্যের মান উন্নয়ন, উন্নত, লাগসই ও পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার উৎসাহিতকরণের মাধ্যমে, উচ্চমূল্যের (Value added) পণ্য উৎপাদন ও ডিজাইনের উৎকর্ষ সাধনে কার্যকর ভূমিকা পালন করা;

(ছ) রপ্তানিযোগ্য সেবা ও পণ্য উৎপাদনে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং ক্ষেত্রবিশেষে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ শিল্পসমূহ গড়ে তুলতে সাহায্য করা;

(জ) রপ্তানি পণ্যের বাজার স¤প্রসারণের জন্য নতুন ও উদ্ভাবনীমূলক কৌশল অবলম্বন, আইটি ও কম্পিউটার প্রযুক্তির সদ্ব্যবহার, ই-কমার্সসহ সকল আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা;

(ঝ) সামগ্রিকভাবে উৎপাদন পর্যায় থেকে বাজারজাতকরণ পর্যন্ত সকল স্তরে সম্পৃক্ত জনগোষ্ঠীর আয় বৃদ্ধির  ও র্কমসংস্থান সৃষ্টরি লক্ষ্যে সেবা ও পণ্যভিত্তিক সমিতিসমূহের মাধ্যমে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা।