আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল
আইসিটি ও আইটিইএস পণ্যকে রপ্তানি বহুমুখীকরণ করার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নকে সামনে রেখে ২০০৩-20০৬ সালের ঘোষিত রপ্তানি নীতির সরকারি লক্ষ্য পূরণে বাণিজ্য মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ২০০2-03 অর্থবছরে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) গঠিত হয়েছে, যা পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) নামক প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ কাউন্সিল হিসেবে কাজ করে যাচ্ছে।
কাউন্সিল গঠণের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) গঠনের শুরু হতেই কোম্পানি আইনের অধীনে সরকারি এবং বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) গঠনের মূল লক্ষ্য হলো আইসিটি খাতের দক্ষ মানব সম্পদ তৈরি, সম্ভাবনা ও সচেতনতা তৈরি, দেশে বিদেশে পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন, উপযুক্ত প্রযুক্তি জ্ঞান অর্জন, প্রযুক্তি পণ্যের গুণগতমান ও বাজার বিশ্লেষণ, উদ্ভাবনী মূলক কর্মসূচি, গবেষণা সচেতনতা মূলক কর্মসূচি ও প্রকাশনা কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের আইসিটি খাতের রপ্তানি প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
কাউন্সিল কার্যক্রম পরিচালনাঃ
আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) বর্তমানে পাঁচটি সদস্য এসোসিয়েশনকে সাথে নিয়ে যৌথ অর্থায়নে সেক্টরের উন্নয়ন ও এই খাতে রপ্তানি সম্ভাবনা আরও বাড়ানোর লক্ষ্যে অর্থবছরের সুনিদৃষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে । এছাড়াও আইবিপিসি বিভিন্ন প্রকল্প ও বিদেশী সহযোগী সংস্থার সাথে সেক্টর সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে।
কাউন্সিলের সদস্য এসোসিয়েশনসমূহঃ
আইবিপিসির ৩(তিন) টি প্রতিষ্ঠাকালীন সদস্য এসোসিয়েশন ও পরবর্তিতে আরো ২(দুই) টি সদস্য এসোসিয়েশন যুক্ত হয়ে বর্তমানে আইবিপিসির ৫(পাঁচ) টি সদস্য এসোসিয়েশন রয়েছে যারা কাউন্সিল নির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত কর্মসূচীসমূহ সক্রিয়ভাবে পরিচালনা করে আসছে। আইবিপিসির সদস্য এসোসিয়েশনের তালিকা নিন্মরূপঃ
১. বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)
২. বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)
৩. আইএসপি এসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)
৪. বাংলাদেশ এসোসিয়েশন অফ অল সেন্টার এন্ড আউটসোর্সিং (বাককো)
৫. ই-কমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব)
কাউন্সিল পরিচালনাঃ
বাণিজ্য মন্ত্রণালয়য়ে সচিব/সিনিয়র সচিব মহোদয় পদাধিকার বলে কাউন্সিলটির চেয়ারম্যান হয়ে থাকেন। চেয়ারম্যানের অধীনে কাউন্সিলটি পরিচালনার জন্য কাউন্সিলের গঠনতন্ত্র অনুযায়ী একটি নির্বাহী কমিটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এছাড়া কাউন্সিলের দাপ্তরিক কাজ পরিচালনার জন্য সরকার/বাণিজ্য মন্ত্রণালয় হতে একজন কো-অর্ডিনেটর, একজন ডেপুটি কো-অর্ডিনেটর কাজ করে যাচ্ছে। এছাড়াও কাউন্সিল ভিত্তিক প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে।
সরকার ঘোষিত “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” ও “ভীশন-২০৪১” বাস্তবায়নে আইসিটি ও আইটিইএস খাতে সরকারি রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ ও অভ্যন্তরীণ বাজারের চাহিদা ক্রমাগতভাবে পূরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আইবিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।