ফিশারি প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল
বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানী উন্নয়ন ব্যুরো এবং BDXDP এর PCU ইউনিট এর সহযোগীতায় ‘‘বিজনেস প্রমোশন কাউন্সিল” গঠনের জন্য ডিসেম্বর ২০০২ এ একটি PIP প্রনীত হয়। BDXDP এর উদ্দেশ্য ছিল রপ্তানী খাতের বহুমুখীকরণ, মূল্য সংযোজন এবং রপ্তানী প্রবৃদ্ধি নিশ্চিতকরণ। উক্ত PIP তে ICT, Light Engineering and Agro Product এই ৩টি Non Traditional Sector খাতকে প্রাধান্য দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ সরকারের রপ্তানি নীতি ২০০৩-২০০৬ এ বিভিন্ন সেক্টর/ খাতভিত্তিক রপ্তানি বাণিজ্যের প্রচার ও প্রসার ঘটানোসহ এই সকল সুনিদিষ্ট শিল্পের বিভিন্ন ধরনের সমস্য চিহ্নিতকরন ও এর সমাধানকল্পে সেক্টর/ খাতভিত্তিক কাউন্সিল গঠনের উপর জোর দেয় এবং ইহা দ্রত গঠনরে ব্যাপারে সুপারিশ করে। অধিকন্তু মৎস্য পণ্যশিল্প সংশ্লিষ্ঠ উদ্যোক্তা ও এর অংশীজনেরা এই সেক্টরের উন্নয়নের জন্য একটি সেক্টর সংশ্লিষ্ঠ কাউন্সিল গঠনের দাবী জানায়। এজন্যই এই এটি রপ্তানী নীতি ২০০৩-২০০৬ এ অগ্রাধিকার খাত হিসেবে বিবেচিত হয়েছে। সেই আলোকে এরূপ একটি সেক্টর সংশ্লিষ্ঠ কাউন্সিল গঠনের জন্য Memorandum of Association (MOU) ও Article of Association (AOA) তৈরী এবং উক্ত কাউন্সিলের কর্মপরিধি নির্ধারণের জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে তৎকালীন যুগ্ম সচিব (রপ্তানি) কে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এবং পরিশেষে উক্ত কমিটির সরাসরি তত্ত্বাবধানে ১২/০৩/২০০৮ তারিখে ফিশারি প্রোডাক্টস্ বিজনেস প্রমোশন কাউন্সিল গঠিত হয়।
যোগাযোগ:
ফিশারি প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল
বনশিল্প ভবন (৯ম তলা)
৭৩ মতিঝিল (সি/এ), ঢাকা-১০০০
ফোন: +৮৮০-০২-৯৫১৪৪৩৪-৫
ফ্যাক্স: ০৮৮-০২-৪৭১১৮৬৬৯
ইমেইল: fpbpc.moc@gmail.com
ওয়েব সাইট: www.bbpc.gov.bd